এ যেন আত্মা আলাদা করে দেওয়া বাতাস
যে বাতাসে ভেসে যায় জীবনের সব হা হুতাশ
যেন আমি হাঁটছি প্রশান্ত মহাসাগরের তলদেশে
সবচেয়ে কোমলতম নীল বিভায় উদ্ভাসিত আমি
ভাসছি আমি পৃথিবীর  সবচেয়ে শুদ্ধতম বাতাসে
হৃদয় ছেঁকে সে নিয়ে যায় সব কদর্যকে
পড়ে রয় আমার বিশুদ্ধতম চেতনা
আমি ভালোবাসি এখন তোমাদের
আমি ভালোবাসি তোমাদের সবকিছুকে
ঘৃণা হেরে গেছে,হেরে গেছে সব বিদীর্ণকারী স্মৃতিগুলো
আমি মহাসমুদ্র ছিন্ন করে উঠেছি আজ
হে বাতাস তোমায় ধন্যবাদ