ময়ূখে মাখামাখি মুখে আকাঙ্ক্ষিত বন্দর আমার,
আঁখিরও আংটাতে আটকিয়েছি হিয়ারও নোঙর।
সহস্র নিরানন্দ নটিকেল মাইল পেরিয়ে আজ সম্মুখে তুমি,
অজস্র আশঙ্কার সাইক্লোন পেরিয়ে টলমলে মোর দেহখানি।
উত্তুরে বাতাসে আজ শুধু আমাদের ভালোবাসার গন্ধ
কার্তিকের শেষে আজ কি ডাকবে কোনো ফিনিক্স পাখি?
মরে বেঁচে,বেঁচে মরে হারাতে চাই তোমার উপত্যকায়।
আজ আর কোনো জাহাজ চলবে না সাগর মহাসাগরে,
আজ শুধু ঢেউয়ে দুলবে পারাবার আর আমরা।
আমার হাত ধরে নিয়ে যাও তোমার অলকের বনানীতে,
সাগরের সেনানী আমি ঘুমাবো কোনো অটবির ছায়ায়
মায়ায় হারায়ে যাবো তল থেকে তলে,অতলান্তিকে
আজ সব ঋণাত্মক চুপ,শুধু তুমি ও সে।