আমাদের হয়তো প্রেম হয়নি
পাশাপাশি বসা হয়েছে,কিন্তু হাত ধরে হয়তো ঘোরা হয়নি।
গালফুলিয়ে অভিমানে বলা হয়নি ‘তোমার সাথে কথা নেই'
তোমার দীঘল চোখের মায়া জড়ানো হাসি আমাকে কখনো সপ্তসিন্ধু পার করে আনেনি।


আমাদের হয়তো প্রেম হয়নি
হয়তো একসাথে জোসনা রাতে পূর্ণিমার চাঁদ দেখা হয়নি।
ঢাকার শহরের কনক্রিটে রাস্তায় নিয়ন আলোতে একসাথে হাটা হয়নি।
হয়তো একসাথে সিনেমা দেখা হয়নি।
খাওয়া হয়নি এক প্লেটে।
এক রিক্সায় করে বাড়ি ফেরা হয়নি।


আমাদের হয়তো সত্যিই প্রেম হয়নি
হয়তো মুঠোফোনে ঘুম ঘুম চোখে বলা হয়নি ‘ভালোবাসি'।
তোমার ঐ মায়া জড়ানো চোখের দিকে অনেক্ষন ধরে তাকিয়ে থাকা হয়নি।
তোমাকে কখনো আলতো করে ছোয়া হয়নি।


আজ বসন্তের উথাল পাতালে নিত্য চারপাশে,
এতোকিছুর মাঝেও কী এক অদ্ভুত হাহাকার,
তোমাকে আমার পাওয়া হয়নি।