দেখা যদি না হয় কোন দিন, হোক তাতে কি?
ভুল যদি হয়ে থাকে,তবুওতো ভালোবেসেছি।

হাত দিয়ে হাত ছুই,
কথা দিয়ে মন খুজি;
তবু কারে কতটুকু পাই!

বুকের মাঝে না হয় একটু স্মৃতিই থেকে যাক!

আবছায়া মেঘ মেঘ কথা
কে যানে তা কথা কিংবা;
কেঁপে ওঠা রঙিন স্তব্ধতা।

তারপরও জীবনের ফাটলে-ফাটলে,
কুয়াশার মত কথা দিগন্তে ছড়ায়।

একদিন হয়তো সকল স্মৃতি বিলিন হয়ে যাবে।
আর আমি অপেক্ষায় থাকব,শুধু তোমার জন্য

এপার থেকে ওপারে।