ইচ্ছে হচ্ছিল,
কোন এক শরতের পড়ন্ত বিকেলে বেলী ফুলের 
খোপায়,তুমি আমায় চমকে দিবে।


তুমি আমায় চমকে দিবে
কোন এক শীতের সকালে।


ইচ্ছে ছিল,
কোন এক হেমন্তের শেষ বিকেলে 
তোমার ছবি আকবো ক্যানভাসে। 


কোনো এক শরতের সন্ধ্যায়, 
ঘুমন্ত শহরের বৃষ্টিস্নাত গলিতে হাটব দুজন।


মাঝরাতে একটি চাদর জড়িয়ে ঘুমন্ত শহরের
অলিতে-গলিতে বের হবো দুজন। 


ইচ্ছে ছিল,
একসাথে সূর্যাস্ত দেখবো,
মুক্ত একজোড়া শালিকের মতো ঘুরে বেড়াবো।


আবার-ইচ্ছে ছিল,
কোন এক ফাগুনের পূর্নিমা-রাতে সমুদ্রের তীরে বসে 
তোমাকে ঢেউয়ের গর্জন শুনাবো,


হয়তো ঘুমন্ত শহরটা আবার
নতুন করে প্রান পেত!


এখন 
সবকিছু যেন মিশে গিয়েছে 
কল্পনায়।


অপূর্ণ স্বপ্নে-
এখনো চেয়ে থাকি,ভাবি এই বুঝি শেষ হলো মহামারির রেশ।


মহামারী শেষে আবার প্রকৃতি শ্বাস ফেলবে।
গাছ-গাছালি হাসবে, পৃথিবী হাসবে ঝলমল করে।
পাখিড়া উড়ে বেড়াবে,বেচেঁ থাকার গান গাইবে।


তোমার আমার আবার দেখা হবে,
ইচ্ছে গুলোও পূরন হবে।