অনিমেষ, অনিমেষ, তোমার সাথে নদীর পাড়ে যাবো অনিমেষ,
আমার কথা কি মনে আছে তোমার?


সেদিন তুমি বেসুরো গলায় গান গাচ্ছিলে ঐ নদীর পাড়ে,
আমি নদীর পাড়ে দিদিমনির ঐ ভাঙ্গা ঘরে, ডেস্কে বসে অংক করছিলাম।


বাইরে কালবৈশাখীর মাতাল হাওয়া বইছিল,
আর তুমি গান গেয়েই যাচ্ছিলে।


এতদিন পড়ে, সত্যি বলো সে সব কথা কি মনে পড়ে?
যে সব কথা তুমি বলে ছিলে তোমার প্রেমিকাকে?


আমি শুধু ঐ একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম।
পরনে ছিল তার লাল শাড়ি,কানে দুল আর খোপায় গান্ধাফুল।


তোমাদের দেখেছিলাম ঐ সন্ধ্যা নদীর পাড়ে,আলোর নিচে;অপূর্ব সে আলো।
স্বীকার করি, দুইজন কেই মানিয়ে ছিল বেশ ভালো।


জুড়িয়ে দিয়েছিলে মন আমার, পুড়িয়ে দিলে চোখ।
বাড়িতে এসে বলেছিলাম,ওদের ভালো হোক।


হারিয়ে গেছে সে কোন এক জোৎস্না রাতে অন্য কারো  হৃদয়ে আলোকিত করে।
সঙ্গী হয়ে কোন এক মহা-মানবের সাথে, কোন এক অভাগাকে অন্ধকারে ফেলে।


সেই থেকে অবিরাম কেবল পাহাড় ভাঙ্গার শব্দ শুনি,
পাতা ঝরার শব্দ শুনি-
আর কিছুই যে শুনি না।