হে প্রেয়সী,আমি যে অপেক্ষায় আছি,
শুধু যে তোমার অপেক্ষায় দিন গুনছি।


কখন তুমি আসবে,আর হাত টা ধরে বলবে ‘ভালোবাসি’।
তুমি-আমি হাতে হাত রেখে কাটাবো সারাদিন।
তুমি বসে বসে আমার হাতের  রেখা গুনবে।


আর আমি?
বসে বসে তোমার সব কথা শুনব।


নদীর ধারে মেঘলা আকাশের নিচে একলা আমি 'একলা আমার মন;


শুধু যে ভেবেই চলেছি, কবে হবে??
কবে হবে তুমি আমার আপন জন?


ঐ নদির পাড়,ভাঙ্গা ঘর আর পাশে বালুর পাহাড়,
ঐখানে আর যেওনাকো তুমি,
আর বোলোনাকো কথা ঐ প্রেমহীন যুবকের সাথে।


তুমি চাইলে হয়তো ঐ আকাশের চাঁদটি এনে দিতে পারবো না,
কিন্তু পারব, রজনীর পর রজনী জেগে থাকতে।


ফিরে এসো-
উপগ্রহের এক রুপালি জোৎস্না ভরা রাতে।
ফিরে এসো এই মাঠে,ঘাটে, বাজারেরও কোলাহলে,
ফিরে এসো আমার ব্যাকুল হৃদয়ে।


ঐ যুবকের সাথে যেওনাকো আর।
কি কথা তোমার তাহার সাথে?- সকলের আড়ালে
তুমি আজ যেন  মৃত্তিকার মত, তার প্রেমে অন্ধ হয়ে আছো।
যেন সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে।


প্রেয়সী, ফিরে এসো -ফিরে এসো।