বাসস্টপে আজ দাড়িয়ে একা
ভাবছি এই শহরের কথা।
নিজ গল্পের ঠায় দাড়িয়ে এ শহরে সপ্ন বুনছে যারা।
নিকষ কালো রাতের আধারে মুছে ফেলেছে সব লাল নিশানা।


এই ধুলোর শহর আজও অপ্রিয় এক আস্থানা।
জীবনের তাগিদে ছুটে চলে নবীন কিশোর
গায়ে বোতাম বিহিন ছেড়া শার্ট,
তবু মুখে তার ফুসফুস ভরা হাসি।


দুপুর রোদ্রে ছুটে চলে মানুষ
শুন্য ডানায় গভীর বিষাদে
এক কাপ চা আর সিগারেটে
খুঁজে নেয় এ শহরের ভালোবাসা।


এ শহরের মানুষ ভোর দেখেনা,
পাখিদের ডাকে এদের ঘুম ভাঙ্গেনা।
গাড়ির হর্ন কিংবা এলার্মের শব্দে ঘুম ভাঙ্গে।
তবু,এ শহরে প্রেম বড় দৃশ্যমান।
নিষ্ঠুরতা আর পাপ দেখে দিব্যি চেয়ে থাকি।


এ শহর,অপ্রিয় এক আস্থানা।
অট্টালিকা আর রাজপ্রাসাদের আড়ালে বিষাদ ছুঁয়ে যায় এ শহরে।
মিছে হাসি,মিছে কান্না, মিছে নীতি আর মিছে রীতির খেলা চলে এ শহরে।


অসহায় এ শহরে নিত্য নতুন শেখা
তবু এ শহর বড় রুক্ষ মনে হয়।


এসে গেছে বাস চল্লাম আজ একা,
আমার গ্রাম যে রঙধনুতে আঁকা।