শুধু তোমার কথা ভেবে রক্তে ঢেউ উঠে
তোমাকে সর্বদা ভাবতে যে আমার ভালোলাগে।


তোমার দেহে লতিয়ে ওঠা লাল শাড়ি,কানে রুপালি দুল,আর কপালে টকটকে ঐ লাল টিপ।


তোমায় ছেড়ে কেমন করে যাই বলো?!


আমার সপ্নে-আমন ধানের গন্ধ তুমি
কবিতা লেখার ছন্দ তুমি-সকল শব্দভুমি।


আমার পথ জুড়ে যে শুধু তোমারই আনাগোনা-
তুমি ছাড়া যে আমার প্রিয় গ্রন্থগুলির পৃষ্ঠা সব কালো কালিতে ভরে যায়।


বাইরে যখন কালবৈশাখী ঝড়-
ঘরে বৃষ্টির ছাট,তবুও জানালা গুলো যে আমি বন্ধ করিনা-


আলো নেভানো অন্ধকারে থেকে-থেকে ঝিলিক দেওয়া বিদ্যুৎ এ যে আমি দেখতে পাই তোমার মুখ।


আর মাঝে মাঝে হাওয়া এসে নাড়িয়ে দিয়ে যায় আমাকে, আর তোমার ভালোবেসে দেয়া গুচ্ছ গুচ্ছ ফুলগুলোকে।


এমন তুমি রেখেছো ঘিরে-
যে দিকে যাই তুমি-শুধু তুমি।


অন্ধকারে প্রতিটা নিঃশ্বাসেও যে তোমায় অনুভব করি।
তুমি আমার আর প্রেমে আমি তোমার।