চলোনা আজ হারিয়ে যাই ঐ সুদূর পাহাড়ে
চলো আজ হারিয়ে যাই এই রৌদ্দ্রজ্জ্বল ভোরে
হারিয়ে যাই জোসনা রাতের চাঁদের আলোতে।
কিংবা; পিঙ্ক ফ্লোয়েডের সলোতে-


চলোনা আজ পথ হারিয়ে নামি সুখের সন্ধানে।
চলো আজ পাখি হয়ে উড়ে যাই দূর বনে।
চলো আজ হারিয়ে যাই কদম ফুলের সুভাসে।
চলো আজ হারিয়ে যাই পাকা ধান কিংবা শস্য ক্ষেতে।


হঠাৎ করে যদি কোনো ভোরে
হারাতে ইচ্ছে করে
তুমি-আমি সবুজে মোরা
চিৎকার মিশে কোলাহলে


মিলিয়ে যাবো আবারো
অতীতের দিনগুলোর মত কর পুরোনো প্রেমে-বন্ধুত্বে আর ঝুপড়িতে।


চলো আজ নামাই ঢল
ঝলমল বৃষ্টি মনে,
এসো প্রেমে মিশে যাই
ঊনপঞ্চাশের গানে।


শুধু তোমার সাথে হারাবো বলে সপ্নগুলো বু-নচ্ছি যে খুব যত্ন করে।
তবে প্রিয়,একদিন সময় করে জোসনা রাতে নদীর পাড়ে নিয়ে যেও কিংবা মাঝ নদীতে নৌকায় করে নিয়ে যেও!!


মাঝ নদীতে চাঁদের আলো,
নৌকা মাঝে আমি-তুমি ;হাতে হাত রেখে কাটাবো কয়েক প্রহর।
হাসবো আমি খিল-খিলিয়ে;-নদী,গাছ-পালা, আকাশ-বাতাশ জানবে সেদিন চাঁদের চেয়েও তোমার প্রিয়ার হাসি আলো ছড়ায় অনেক বেশি।


নদীর জলে জোসনার আলো,নৌকার মাঝে আমরা দুজন-
কেমন হবে?কেমন হবে,যদি কানের কাছে মুখটি নিয়ে সত্যি করে বলেই দেই;-তোমায় আমি ভালোবাসি নিজের থেকেও একটুখানি বেশি!!।