শীতের সমাপ্তি ঘোষণা করছে পত্রহীন বৃক্ষটি-
কুঁড়িকে স্থান দিয়ে।
নতুন পাতাকে বরণ করে সাজিয়ে নিবে নিজেকে।
কিন্তু-
নতুন কুঁড়ি-নতুন পাতা
আমি দেখতে পাচ্ছি না।
কেননা-
আমার হৃদয়ে তোমার শুণ্যতা,
তুমিহীনতায় ভুগছি আমি।
ভুগছে চারপাশ।
ভুগছে প্রকৃতি।


নতুনের আবাহন নিয়ে বসন্ত সংগীত গাওয়া চারপাশ-
আমার কাছে শুধুই মৃত্যুনগরী।