আমি অবাক হই-
যখন দেখি -তাহাজ্জুদে কান্নারত সরকারি চাকুরে দিন শেষে পকেট ভর্তি করে স্মিতহাস্যে বাসায় ফেরে।


আমি অবাক হই-
যখন দেখি- হাজারো মানুষের হক মেরে নির্মিত সুরম্য অট্টালিকায় বসে কেউ দ্বীনের কথা বলে।


আমি অবাক হই-
আপাদমস্তক ভদ্র লেবাসধারী 'শিক্ষিত' শ্রেণীর কপটতা,ভণ্ডামি দেখে।


আমি অবাক হই-
হারাম উপার্জনকারীর দান-সদকা করে 'দানবীর' হয়ে যাওয়ার চেষ্টা দেখে।


আমি অবাক হই-
পার্থিব মোহে অন্ধ সেইসব অথর্বদের দেখে।।