সেই কবেই তো বলেছিলাম-'ভালোবাসি'।
সেটা আজ চক্রবৃদ্ধি হারে পর্বত হয়ে দাঁড়িয়েছে।


আমি গণিতের সমস্ত সূত্রের আশীর্বাদ নিয়ে যাত্রা করলাম-
সেই পর্বতের মান নির্ণয়ে।


মনে ক্ষীণ আশা-
রাধানাথ শিকদারের কৃতিত্বটা হয়তো আজ ভেঙেই দিবো।


অতঃপর-
সকাল গেলো,সন্ধ্যে হলো,রাতও নামলো-
আমি আমার গণিতের ঝাঁপির সব কিছু ঝেড়ে দিয়েও
কোনো কূল খুঁজে পেলাম না।


নিশুতি রাতের দ্বিপ্রহরে-
আমার বোধোদয় হলো।
হয়তো বা প্যাঁচার ডাকে -নয়তো জোনাকীর আলোয়।


আমি আবিষ্কার করলাম-
এ পর্বতের উচ্চতা অসীম।
গণিতের সব সূত্রই এ পর্বতের মান নির্ণয়ে অপারগ।


আমার গণিতের জ্ঞান আমাকে এটাও জানালো-
সরল হোক অথবা চক্রবৃদ্ধি -অসীমের মান বৃদ্ধির আগেও অসীমই ছিলো।


শুরু থেকেই অসীম ছিলো যে ভালোবাসা-
তা নির্ণয় করতে যাওয়া যে কি পর্যায়ের বোকামি -
আপাতত তা নির্ণয়েরই চেষ্টা করছি।।