যখন তুমি
আকাশরঙা শাড়ি পরে
কাজলডাঙা চোখে তাকাবে;
বিনিময়ে আমি-


রাজ্য বিলিয়ে দিতে পারতাম-
যদি রাজা হতাম।


শত বৎসরের সাধনা বিসর্জন  দিতে পারতাম-
যদি সন্ন্যাসী হতাম।


আমূল বদলে গিয়ে গৃহমুখী হয়ে যেতে পারতাম-
যদি বৈরাগী হতাম।