বহুদূর পথ যেতেই হবে, পেতেই হবে গন্তব্য
থামা বারণ, সামনে চলাই এখন শুধু কর্তব্য।
কিন্তু ভেঙে গেছে পুরো গগন চাঁপা কান্নায়!
কৃষ্ণমেঘে ছেয়ে আছে যেন নির্বাক বেদনায়।
অঝরধারা সাথে লয়ে কেমনে এগোবে পথিক!
মাতাল বায়ু বজ্রনিনাদে অবস্থা বেগতিক।
তার উপরে অন্ধকারে মিলায় পথের দিশা
সামনে পিছে ডানে বায়ে মরণ-অমানিশা।
কে আছে পাষাণ এমন দিনে বাইরে ফেলে পদ
তাই ভাবে কখন বাদল, ঝঞ্ঝা, বিজলী হবে রদ।


বাদল দুর্যোগ কেটে গিয়ে হাসবে ঝলমলে দিন
দেখিয়ে দেবে পথের দিশা বাজিয়ে সুখের বীণ।
ভানুর কিরণ দিবস বেলায় দেখাবে হেসে পথ
রাতের বেলায় তারার মেলায় উড়বে চলার রথ।
হে কালো মেঘ দূর হয়ে যাও, বাদল তুমি টুটো
আঁধার লুটাও কৃষ্ণগর্তে, আলো তুমি ফুটো।


(এক্ষণে, অদ্য, সিডনি)