ওগো কোথায় তুমি লুকিয়ে থেকে মম অবুঝ অন্তর নাড়ালে
তুমি কি জানো না, আমার বাঁচা দায় তোমাকে কভু হারালে?


পানি ছাড়া মাছ বেঁচে থাকে এমন শুনেছো কভু কোথাও?
মেরুভালুক মরুতে বেঁচে আছে, আহা শুনিনি এমন কথাও!
মরুর উট বাঁচে না যেমন করে, কোন মেরুতে পা বাড়ালে!


আলোর অনুপস্থিতিতে কী করে বলো বেঁচে রবে তার ছায়া
প্রিয়া বলো কেমনে বাঁচিবে, না রহে যদি বেঁচে প্রিয়র মায়া
সূর্যমুখী বলো বাঁচিতে কি পারে, সূর্য চলে গেলে আড়ালে!


আর লুকিয়ে থেকো না প্রিয়, এসে কাছে ধরো বুকে জড়িয়ে
মরা মনে প্রাণের ছোঁয়া আনো তব প্রেমের মালাখানি পরিয়ে
মম অন্তর সজীব হবে গো আবার তুমি এসে পাশে দাঁড়ালে!