আলু ফাতা ঠাল্লুর ঠুল্লুর
বউন্যা ফাতা কেশ
এনতেনে দেহা যায়
বাফ মার দেশ।


বাফের ঘরের কইন্যা অইয়া
আছিলাম দো বেশ
হউর বাইত্তে উফাস থাহি
ফিন্দি ছিঁড়া বেশ।


বাফেরে মোর খবর দিছি
ছয় মাস অইল শেষ
কাইন্দা কাইন্দা কানা অইলাম
(তাও) আওনের নাই রেশ।


বুক বাসাইয়া কাইন্দাকাইট্যা
(মোর) চাওয়া করলাম পেশ
বাফ-মায়ের মায়ার ছায়া
(বুজি) অইল নিরূদ্দেশ।


মেন্ডা ফাতা আন্ডা আন্ডা
বাউইল ফাতা ঠেশ
বাফের বাড়ির ফোত চাইয়া মোর
জীবন অইব শেষ॥


@ কুমিল্লার মেঘনা উপজেলা ও আশেপাশের আন্চলিক ভাষার প্রথম নিবেদন।