দুদিন ধরে বসে আছি - আহা! এমনই এক আজব স্থানে
যা শিখাচ্ছে এ ধ্রুব সত্য - নেই এ জীবনের কোনো মানে॥


প্রতিদিন হেথা কতজন আসে আর কতজন চলে যায়
সুখের উল্লাসে কেহ ভাসে, কেহ ভগ্নমনে চাহে ডানে বায়
কতজনের অবার বিলাপ হায় ভেসে আসে কানে কানে॥


কতজনের কত শত অপার প্রচেষ্টা চলে যায় বিফলে
কত মায়া কত স্নেহ কত মোহ ভেসে যায় আঁখিজলে
কেহ সাড়া দেয় এ মায়ার ডাকে, কেহ কাঁদায় প্রাণে প্রাণে॥


জীবনের মহা ব্যস্ততাহেতু, অবহেলে কেহ কেহ প্রিয় মুখে
অপার কর্মের অবার তাড়া- সদা দাঁড়ায় প্রেমের পথ রুখে
ওদিকে প্রিয়জন চলে যায় একা হেলাফেলার অভিমানে॥


আহা প্রিয়! আমিও একদিন ব্যস্ত রহিতাম তব শুভ জনম তরে
কত অমূল্য সময় বিলিয়েছি, দিয়েছি তব জীবন ভরে ভরে
আজি বিদায়বেলায় আসো না তবু তুমি, মম মায়ার টানে টানে॥


কত কিছু করেছি অর্জন শুধু তোমায় সুখে রাখার লাগি
নিতে কিছুই পারছি না আজ, যেতে হচ্ছে সবই ত্যাগি
তুমিও দেখি ছুটছ এখন মেকি ধরার মধুর পানে॥


(আগস্ট ২৭, দুপুর ১।২৮টা
গ্রীনলইফ হাসপাতাল)