কী এতো ভাবো বসে কবি?
প্রাণে জাগে কী হারানোর ছবি?
ইত্যকালে ডুবলো কত রবি,
হারানো ধন আর কি খুঁজে পাবি?


যে চলে যায় আর কি ফিরে কভু?
(তথাপি) শূন্য মনে রহে বেধে তাঁবু?
যে প্রদীপ হায় হয়ে গেছে নিভু,
কোন্ আলোর আশায় পথ চাহিছ তবু?


যে মরা গাঙে জেগেছে বালুচর
বহুদিন হয় স্রোতধারা হয়ে গেছে পর
তবু স্রোতের আশায় বিনিদ নিশিভর?
মরা গাঙে উঠবে কি আর প্রণয়রাগের ঝড়?


(১৭/১২/২০২০, বিকাল ৬।০৯ টা
সিডনি, অস্ট্রেলিয়া।)