নর বিধির সেরা সৃষ্টি, নর নয়তো পর
নরই মোদের পিতামাতা, ভগ্নি-সহোদর।
এ পৃথিবীর সেরা কিছু নর-কল্যাণেই জোটে
নরের মাঝেই শান্তি, প্রীতি, অভয়-বাণী ফোটে।
জীবন দিয়ে নরই বাঁচায় আরেক নরের প্রাণ
নরের ত্যাগেই ধরায় বহে ভালোবাসার ঘ্রাণ।


পশু বিধির আরেক সৃষ্টি, নরের প্রয়োজনে
বুদ্ধিবৃদ্ধির নেইকো সুযোগ বিদ্যার আয়োজনে।
তবু পশু হয় না পাশব, খায় না পশুর কায়া
কেমন যেন ঘেন্না লাগে, কেমন লাগে মায়া!
এক পশুকে আরেক পশু কয় না, “পশু হ”
পশু সবাই এমনি পশু, নীতির মহীরুহ।


নরপশু এমন প্রাণী, নয় বিধাতার দান
নরের সাথে যুক্ত হয়ে পশু হারায় মান।
পশুর সাথে নাম লিখিয়ে নরের সে কী পুলক!
যেন  তার হস্ত-মুঠোয় স্বর্গ, নরক, দ্যুলোক।
নরপশু নর নহে, হায়! তাই ঘৃণাই তাদের দেয়
নরের তরে ভালোবাসা, নয় অবজ্ঞা হেয়।


* নর এখানে মানুষ/মানবজাতি অর্থে ব্যবহৃত


সিডনি, অস্ট্রেলিয়া
৬/১০/২০ খ্রি. বিকাল ৪.৪৮টা