তুমি সদা সর্বদা আমার দিকে
তোমার ভালোবাসার দুহাত প্রসারিত করেই রাখতে
চাইতে আমাকে একান্ত আপন করে নিতে
আমি যতবার ডুবতে বসেছিলাম
ততবারই তুমি আমায় টেনে তুলেছ পরম মমতায়
আমি যতবার বিপথগামী হয়ে পড়েছিলাম
ঠিক ততবার তুমি আমাকে পথে তুলে দিয়েছ নিবিড় মায়ায়
আমার ঘোর ঝড়ের রাতে আর সবাই যখন
তাদের আগলে দিয়েছে জোর খিল
সে নিদান মুহূর্তেও তুমি আমায় দিয়েছ শুকনো মাটির ছোঁয়া
আমার চলার দশদিক যখন রুদ্ধ হয়ে পড়েছিল
তুমি এতটুকু কার্পণ্য করোনি আমায় পথ তৈরি করে দিতে
তবু সতত আমি তোমা হতে মুখ ফিরিয়ে রেখেছি
চরম তাচ্ছিল্যে
তোমার জন্য একদণ্ড সময় বরাদ্দ ছিলনা আমার এ ব্যস্ত জীবনে
তুমি বায়ে যেতে বললে আমি যেতাম ডানে
তুমি কোনোটা করতে বললে আমি সোত্সাহে তা এড়িয়ে যেতাম অবলীলায়
পরম প্রিয়ার এহেন মমত্ববোধকে পায়ে ঠেলে
আমি সঙ্গ দিয়েছি কিছু বসন্তের কোকিলকে
অথচ এখন বুঝতে পারছি আমি তাদের কারও প্রিয়জন ছিলাম না
আজ আমার শূন্য জীবনে সেসব দুধের মাছিরা আর কেউ নেই আমার পাশে
জানি আসবেও না ফিরে কোনোদিন
আর তুমি?
আসবে কী আমার এ অবেলায়?
মনে অনেক দ্বিধা ভয় আমার সাথে আজ খেলছে নিথুর লুকোচুরি খেলা
ভীষণ অনুতাপে পুড়ছে আজ এ মন
তুমি আর আসবে না কখনও
তুমি আসতে পারো না
তোমার আসা উচিতও নয়
তবুও এ মন বিশ্বাস করে কোনো প্রকার সংশয়হীনতায়
আমার এ অসময়ের ডাকে সারা দিতেও বুঝি
তুমি করবে না এতটুকু কার্পণ্য।
তুমি এই
তুমি এমনই
তুমিই পরম প্রেমিক
নরম মনের আধার
যদি পারো ক্ষমা করো আমার অপরাধ
অন্তিমবারের মতো এসো
এ পথহারাকে পথ দেখাতে
হে মহাপ্রভু!