কত কিছু লাগবে আমার কেনা
(ও মন রে) কত কিছু লাগবে আমার কেনা
নগদ যে নাই কিছুই আমার (২)
নাই ব্যাংকেও লেনা-দেনা।।


ও মন রে,
আছে যা দেখো বাইরে থেকে  
কিছুই নয় আপনা,
ভেতরটা মোর অধিক উজাড়
(সেথায়) কিছুই নেই স্থাপনা।


এখন আমি শূন্য ঘরে
কাটাই সময় দৈন্য ভরে
নয়ন-নীরে, ভয়ে-ডরে (২)
দিন করি যাপনা রে।।


ও মন রে,
সারা জীবন পার করিলাম
করে আলসেমি,
আয়-সঞ্চয়ের ধার না ধারলাম
করে পাগলামি।


(এখন) নড়বড়ে মোর ঘরের খুঁটি
হালকা বায়েই দেয় ভ্রূকুটি
ধরতে টুটি, করতে কুটি (২)
করে তালবাহানা রে।।


ও মন রে,
এখন দিন যে গেল অস্তপানে
ডুববে সোনার রবি,
গহীন রাতে ঝড় এসে হায়
বিনাশিবে সবি।


(তাই) কিনতে হবে ঘরের খুঁটি
আনতে হবে পেটের রুটি
ভুলত্রুটি, দিয়ে ছুটি  (২)
কে দেবে ধার-দেনা রে।।



সিডনি, অস্ট্রেলিয়া
১২/০২/২০, ৪.৪৭টা