কোকিলকে ডেকে শুধাই একদা
ভালোবাসি হে গানরাজ পাখি,
তোমায় ছাড়া জীবন বরষা
আনিবে কি বসন্ত হেথা কুহু ডাকি?
কোকিল কহে, আগে স্বয়ং কুহুডাক শেখো
আমিই তোমায় কাছে ডেকে নেবো, দেখো।


সূর্যমূখীকে বলি আহ্লাদ মেখে,
হবে কি তুমি মম শতদল?
তুমি চেয়ে রবে আমাপানে
আর আমি হবো তোমায় বিহবল!
সে কহে, প্রিয়! সূর্য হয়ে আগে আসো কাছে
দিনমান আপনা ঘুরিব তোমারি পাছে পাছে।


প্রেয়সীকে বলি, তোমায় বড্ড লাগে যে ভালো
আমার যৌবনবাগে এসে দোলা কি দেবে?
তুমি বিনা এ জনম মিছে    
এ প্রেমাসক্তকে বুকে টেনে কি নেবে?
সে কহে, যোগ্য যদি হতে পারো তুমি কাল্য
আমিই পরাবো তোমায় প্রেমের বরমাল্য।


(এক্ষণে, অদ্য, সিডনি)