জীবনের প্রথম যে বনে হারিয়ে গিয়েছিলাম
তার রোমাঞ্চ আজও শিহরণ জাগায়
বহুদিন পরের এ নুয়ে পড়া দেহমনে
বন না বলে তাঁকে জঙ্গল বলাই ভালো
জঙ্গল হলেও তাতে অপার মঙ্গল লুকিয়েছিল
অভিযাত্রিক সেই অদম্য তনুমনে
পথ হারানোর ধাক্কা মনে অজানা ভয় না জগিয়ে
বরং ছড়িয়েছিল অ্যডভেঞ্চারের এক
অদম্য উচ্ছ্বাস
অবাধ ঘোরলাগা হৃদয়ে আবিষ্কারের নেশায়
ছুটে বেরিয়েছিলাম চিরহরিত বনের
ভেতর বাহির
পরম তৃষ্ণায় অবগাহন করেছিনু
সবুজ বনের আকাবাকা উষ্ণ ঝর্ণাধারায়
রেইন ফরেস্টের বৃষ্টির একটানা মূর্ছনা
অন্যরকম আবেশ ছড়িয়েছিল হৃদয়ের তলদেশে
কিন্তু হঠাৎ আচমকা অন্ধকারে
পথ হারিয়ে কখন ফেলে এসেছি সেই অরণ্যের মায়া
তারপর কত শত অরণ্যে রেখেছি এ অবাধ পদচিহ্ন
বলগা
তৈগা
এমনকি আমাজন
কিন্তু সেই প্রথম জঙ্গলে হারানোর রোমাঞ্চ
আর কোথাও মেলেনি আজও।