সংসার একটি সমরক্ষেত্র যেও নাকো ভুলে
জীবন যাবে রসাতলে এক মুহূর্তের ভুলে
তাই সতর্কতা প্রতি ক্ষণের
আনবে সন্দেশ নতুন রণের
নইলে শান্তি যাবে মনের, জীবন যাবে ঝুলে।
(তখন) সুখের খোঁজে ধরনা দেবে দুঃখ নদীর কূলে।।


সংসার নামের যুদ্ধ ক্ষেত্র শত্রু দিয়ে ঘেরা
ষড়যন্ত্রের জালে ফাঁসলে আর যাবে না ফেরা
করলে বিশ্বাস সরল মনে
অসময়ে হারবে রণে
(তাই) হানবে আঘাত যথা ক্ষণে অবিশ্বাসের মূলে
সংসার-কানন উঠবে ভরে তবেই ফল ও ফুলে।।  


স্বার্থপর এই সমর-ক্ষেত্রে কেউ দিবে না ছাড়
আপন ভেবে ছাড়তে গেলে আর পাবে না  পার
সবাই সবার প্রতিদ্বন্দ্বী
সকাল-সন্ধ্যা আঁটবে ফন্দি
সন্ধি নহে করবে বন্দি, টানবে ধরে চুলে
মায়া করে ছাড় দিবে না, ছাল নিবে সব তুলে।।


সিডনি, অস্ট্রেলিয়া
১৪/১২/২০১৯ খ্রি., রাত ১০.১৬টা)