যতদিন স্বপ্না ছিল
ততদিন স্বপ্ন ছিল।
স্বপ্ন ছিল উড়ে যাব দূর নীলিমায়,
হারিয়ে যাব সোঁদা গন্ধ মাটির মায়ায়।
স্বপ্ন ছিল তোমায় আমায় মিলে দু’জন,
কৃষ্ণচূড়ার ডালে বসে করবো কুজন।
কখন যেন হারিয়ে গেলো স্বপ্না আমার!
তাই সময় এলো আমার সকল স্বপ্ন থামার।
তাই বন্ধ হলো মনের সকল স্বপ্ন-খামার!


বহুকাল হয় স্বপ্না আর নেই
আজকাল তাই স্বপ্নও নেই।
তবুও মন মাঝে মাঝে হয় স্বপ্নালু,
ভগ্নমনে ভগ্নদেহ আলুথালু।
আবার কিগো স্বপ্ন ফিরবে?
মায়ায় মায়ায় স্বপ্না ঘিরবে?
হায়! ভেঙ্গে যাওয়া স্বপ্ন কি আর ফিরে আসে?
নিশিভর দুঃস্বপ্নরা শুধু অট্টহাসে!
স্বপ্ন ভাঙার কষ্টগুলো হাওয়ায় ভাসে!!


(এক্ষণে, অদ্য, অত্র)