ভাবনায় তব নিদ আসে না? চিন্তায় অচল মাথা?
হাজার ভাবনা মাথায় ঘোরে যখন তখন যা তা?
লাখ টাকার স্বপ্নে বিভোর কিন্তু গায়ে ছিঁড়া কাঁথা?


একটা মাত্র ঘর আছে তোমার, অন্য সবার অনেক?
গোলাভরা ধান চাল সবার, তোমার শুধু মণেক?
অন্য সবার সাত ছেলে আর তোমার কেবল জনেক?


খুব কাছের কেউ মরেছে? কষ্টে ভাংছে বুকের পাঁজর?
প্রবল অর্থকষ্টে কাটছে দিন? তবু দেয় না কেহ নজর?
না খাওয়া না পাওয়ার জ্বালায় অশ্রু ঝরছে অঝর?


কী করবে পাওনা ভেবে কেমনে কাটবে বাকি দিন?
কোন খাত হতে শোধ করিবে তোমার অঢেল ঋণ?
দিনে দিনে তোমার সকল আশা হয়ে যাচ্ছে ক্ষীণ?


বলো দেখি ভাই! তুমি এতো ভাবছ যাহা নিয়ে
নিজেই সমাধান কি করতে পারো কোনো পথে গিয়ে?
উত্তর যদি হ্যা হয় তবে, ভাবনার কী প্রয়োজন প্রিয়ে?


কী বললে! তুমি নিত্য ভেবে মরছ যে সমস্যার ভারে
তার কোনোই ফায়সালা নেই কোনো জ্ঞানীর দ্বারে?
তবে আর ভাবনা কিসের, নিশ্চিন্তে মেনে নাও তারে।


আরো আছে সহজ সমাধান, বলছি ও ভাই শোনো
এ জগতে আমার তোমার করার ক্ষমতা নেই কোনো
যা করার তা করবেন একমাত্র উপরওয়ালা মেনো।


তোমায় নিয়ে ভাবছেন সদা, যিনি রিজিকদাতা
তিনি ছাড়া সুখে দুঃখে আর কে আছেন ত্রাতা?
বৃষ্টি-বাদল ঝড় তুফানে তিনিই ধরবেন ছাতা!


তাই বলি ভাই, চিন্তা ভাবনা করো না আর মেনশন
টেনশন রোগ দিবে তোমায় আরো অধিক টেনশন
টেনশনকে তাই ধরিয়ে দাও আজীবনের পেনশন!