তোমার কোলে মাথা মাগো
তোমার কোলে মাথা,
শীতের রাতে তোমার গায়ে
থাকতো না মা কাঁথা।


বুকের মাঝে আগলে রেখে
উষ্ণ করতে দেহ।
কান্না করলে খাবার দিতে
জানতো না তো কেহ।


তোমার শাড়ির আঁচল তলে
শান্তি খুঁজে পেতাম,
মেঘলা দিনে সুখের পরশ
মজা করে নিতাম।


তোমার বুকের দুধ খেয়ে মা
হলাম অনেক বড়ো,
প্রভুর রাহে শহিদ হবার
সেই দোয়াটা করো।


সবুজ পাখি হয়ে মাগো
জান্নাতে চাই উড়তে।
মাগো আমায় দাও সাজিয়ে
জিহাদ মাঠে ঘুরতে।