নতুন বছর এলোরে ভাই নতুন বছর এলো,
দুঃখ সুখের বছরটা যে কেমনে চলে গেলো।
জীবন আমার ধীরে ধীরে হয়ে যাচ্ছে ক্ষত,
জেল জুলুম আর নৃশংসতা দেখবো আমি কত।


নতুন বছর বরণ করে আগুন লাগলো ঘরে,
কিশের নতুন কিশের পুরাণ মানুষ গুলো মরে।
সত্য পথের যাত্রীরা সব জেলের ভেতর ঢুকে!
মিথ্যাবাদী ছাড় পেয়ে যায় থাকে তারা সুখে।


যুবকরা সব জাগবে কবে দেখার ইচ্ছে মনে,
হে যুবক দল শুনরে কানে আছি তোদের সনে।
নতুন বছর কাটুক ভালো কাটুক সুখে দুঃখে,
দুঃখ ছাড়া এই জীবনে সুখ পেলো কোন লোকে?


পশ্চিমাদের নীতির উপর চলছে দেশের মাটি
থার্টি ফার্স্ট আর নিউ ইয়ার গাড়ছে সদা ঘাটি।
সকল বিভেদ ধ্বংস করে সুখের ডানা মেলো,
নতুন বছর এলোরে ভাই নতুন বছর এলো।