কত শয়তান দেখছি ভবে
এমন শয়তান দেখি নাই,
গানকে তারা জায়েজ বলে
বাজনা দিয়ে গান শুনায়।


গুমরাহ করে মানুষেরে
সত্য মিথ্যা কথা কয়,
মনের মাঝে আল্লাহ পাকের
জাগে নাতো কোনো ভয়।


ওয়াজের মঞ্চে গানের আসর
প্রতিদিনই দেখতে পাই,
আবাল মার্কা বক্তাগুলো
বিনামূল্যে গান শুনায়।


গ্রামে গঞ্জে যাত্রাপালা
এখন তো আর দেখি না,
ইসলামেরই নাম দিয়ে ভাই
করছে তারা সব গুনাহ।


গান শুনা তো ভালো কথা
কোন সে গান তো জানা চাই,
যেই গানেতে অশ্লীলতার
ছড়াছড়ি মোটেও নাই।


কত শিল্পী গান গাহিলো
পাগল হইলো যুবক দল,
কইটা পাগল ভালো হইছে
তাড়াতাড়ি আমায় বল।


বক্তা নামের তক্তাগুলো
ওয়াজের মঞ্চে হিন্দি গায়,
মাঝে মাঝে আল্ট্রা ফ্যাশন
তাদের দেহে দেখা যায়।


বাদ্যযন্ত্রের কী দরকার ভাই
হাতের আঙ্গুল আছে তো,
মঞ্চের পিছে কয়েকজনের
মুখের সূরটা ভাজে তো।