আজ যদি যাও মরিয়া.....
কি জাওয়াব দিবা ঐ কবর মাঝে যাইয়া।
শিশু -শৈশব হেলেদুলে গেল বিলিন হইয়া
যৌবনেরই ঢেউয়ে তুমি হয়েছো বেপরোয়া।
আল্লাহর কালাম,নবীর হাদিস মানলেনা মন দিয়া।
আজ যদি যাও মরিয়া.....
টগবগে ঐ রক্ত তোমায় করেছে নারীর বক্ত
মসজিদের ঐ জায়নামাজটা খালি কত যে ওয়াক্ত
হাশরের ঐ কঠিন দিনে দাঁড়াইবা কি লইয়া
আজ যদি যাও মরিয়া.....
শোনোনি বারণ করনি বরণ সত্যের আহবান,
চলেছো তুমি দম্ভভরে যেন নাই তোমার মরণ।