কিছু আড়াল দেখিয়ে দেয় বোঝাপড়া
খোনকার বাড়ির গায়ে যুগের হাওয়া
চৈতন্যের মাঝে খাবি খায় নিয়ন্ত্রণের সক্ষমতা।


অত:পর কতদিন বাদে পুড়ে খাক হয় চাহনি
সালাম লাল নীল,
শুল্ক নিয়ে ফ্যাসাদ, মহাঝামেলা!


নিরস বসে ভাবে পিষ্ট হয়ে যাচ্ছি!  
খুনসুটি নিয়ে বসে থাকে সেথা
কিছু পাপ আর এক পাপী।


নদের চাঁদ এবার বালেগ হলো
কবিরা সবাই ভীষণ আশাবাদী।