যদিও জানতে চাওয়ার কাছে ভিড়ে আছে বিড়ম্বনা
সে অপরাধের ক্ষমা পেয়েছি কি না
উড়ে বেড়াই পরবাসে যেখানে ছায়াও মিলে না ,
স্মৃতির তটরেখায় কেবলই শূন্যতা
পালিয়ে ফেরা যায় বলেই স্বপ্ন দেখায় জট পাকায় না ।


তোমাকে নিয়ে অপরাধবোধগুলো বুঝাতে পারবো ভাবি না
বিচ্ছিন্নতার নিরিখে বিলিয়ে দিয়েছি অতীত
এখানে পরিযায়ী পাখি এসেছিলে সেই বসন্তে একবারই
গতানুগতিক অভাবের কাছে ছিল না দ্রোহ
যাকে নিয়ে ভাবতে পারতে তুমি, তোমার সদয় অনুভূতি।


অত:পর কোনদিন ক্ষমা করতে দেখিনি,
জানতে চাইনি- বুকের ভিতরের আচে কেন ঝলসে গেছে পৃথিবী?
শূন্যতার সংজ্ঞা অথবা পূর্ণতার আদলে কোন সম্ভাষণ
অপরিচিত পৃথিবী যা দিতে গিয়ে হয়ে গেছে ফেরারী
বিড়ম্বনা নচেৎ অপরাধের ক্ষমা!


আরেকদিন জানিয়ে দিব বলে ফুরিয়ে গেল যুগ
কোলাহলে চাঁপা পড়ে গেল নিবেদন আভ্যন্তরীণ
তবুও বলা হলো না -
কতদিন মাস বছর অতিবাহিত হয়ে গেল
বাড়তে থাকলো বুকের গভীরে বিড়ম্বনা।