বদলে যাবো
তোমার হিসাবগুলো আরও স্পষ্ট করে দিয়ে।
যেভাবে ভাবতে থাকো তুমি সংযোগে-বিচ্ছেদে ।

সেই চাহনি- যেই হই না কেন,
বিশ্বকে গ্রাস করে নেওয়া সেনানী
বুকের মাঝে আঁকা উল্কি !

বাতাসের ধারণা একে একে ছুঁয়ে যায় পাথরের পাহাড়,
বনের হরিণী, মরুর মেষ;
ভালোবাসি মাংস, স্তন
বদলে গেছি, বেহাত হয়ে গেছি।

চোখের তারায় ভাসে শরীরে জমা পলি,
মনের ভিতর ভাবনা মলিন,
দুঃখের হিসাবে নতুন সেই গল্প!

পৃথিবী বদলাচ্ছে,
বদলাচ্ছে তোমার ধারণাও ।