যেভাবে বদলে যেতে দেখছি-
আমি না তুমি বিতর্ক বাড়িয়ে লাভ কি?
আপোসে ছবি দেখি-
সুখের ঘুমে আচ্ছন্ন এক প্রজাতি,
নখের ভারে জর্জরিত,
দাঁতের আঘাতে জিহ্বাতে ক্ষত।

তারচেয়ে চল __বদলে দেই
তোমার আমার মুখাকৃতি।
যেমনটি দেখেছ তুমি,
যেমনটি দেখছি- ডুবে আছো তুমি,
নখের মাঝে চামড়ার স্বাদ
জিহ্বাতে দাঁতের রস।

চেয়ে দেখো কেমন করে
হাসছে বানে ভাসা প্রকৃতি,
হায়েনারা প্রকাশ্যে বংশবিস্তারে
দাবী ছড়াচ্ছে এলোমেলো বুকে,
নিয়ত বদলে যাচ্ছি-
দেখছি হাঁদারামের ছবি।