হালের ট্রেন্ড ধরে যাই যদি
তোমার প্রেমের যোগ্য আমি তো নই !
অতঃপরের যোগ বিয়োগ,
দেখেই বুঝে নেবে - সেই তো বেশ ছিলে।


আমার কাছে কীর্তিমানের কিছু নেই।
তোমার অবুঝ ছেলেমির যা কিছু
ধ্বংস করেছিলে একদিন;
তবুও মনে রেখেছি বলেই যত শোক !


তোমাকে দেখতে চাইলে আগের মত করেই
বুকের ওম মেখে আলতো টোকা দিয়ে
জাগিয়ে দিতে হয় আজো।
কোথাকার জল কোথায় গিয়ে জমলো !


জমকালো এমন ধুরন্ধর সন্ধ্যা
কি করে যে আচমকা ডেকে দেয় !
ফিরে তাকানোর আগেই ফিরে আসে রূপ
বারংবার ধ্বসে যাওয়া সেই হতচ্ছাড়া।


হালের ধকল বৃহস্পতিবারের সন্ধ্যায় ফেরা ।
নিশুতি র ট্রেনের আওয়াজ ছাড়াও
আজকাল কবিতারা বড় বেখাপ্পা;
যোগী হয়ে বসে থাকে লঞ্চঘাটে ।