১৭/০৩/১৫


যদি কেউ প্রশ্ন করো আমার কি আছে ?
বলব অঢেল আছে আমার ।
এই বঙ্গোপসাগর আর সমপরিমান ভালোবাসা,
এই সুন্দরবন আর সিডরের সামনে সমপরিমান প্রাচীর,
আমার আছে তিতা, মিঠা পানি আর বুক ভরা বিশুদ্ধ বাতাস ।


যদি প্রশ্ন করো তোমার বিশ্বাসের ওজন কত ?
বলতে পারি - কখনো যাবার কথা ভাবিনি,
একদিন অথবা এক মুহূর্তে মনে হয়নি
এই বাংলাকে ছেড়ে অন্য কোথাও আমি ।


যদি জানতে চাও - এতো অসভ্যতা বর্বরতা তোমার বুকে ?
আমি বলতে চাই- এসব তোমাদের অনুগ্রহে,
স্রেফ আমার অঢেল সম্পদের কাছে কেউ হারিয়েছে নিজেকে,
কেবল লুটে নেবার জন্য অসভ্য নজরে মেখেছে বিষ ...।।


যদি কেউ জানতে চাও- তবে তোমার দর কত ?
বলতে চাই আমার কোন আইন ব্যবসার ফার্ম নেই,
কোন সাহায্য মিশন নেই, কোন পলিসি নেই পুশ করার-
যা কিনা এবড়ো থেবড়ো অথবা অস্পৃশ্য মনে হতে পারে এই জনপদে ।


যদি ভালোবাসতে না পারো,
তবুও দৃঢ় প্রত্যয়ে বলতে পারি ভালোবাসা শিখে যেও মোদের কাছে ।