কিছুকিছু মানুষ
আ  হ   ম্মে   দ   র  ফি  ক    


কিছুকিছু চাহনি আমার কাছে প্রিয়
কিছু হাঁসি কিছু অভিপ্রায়
যতনে রাখা কিছু অনুভব
পার হয়ে যাওয়া ব্যথা


বনেদীপনা নিয়ে কিছু অহমিকা
কিছু অস্থিরতা ছিঁড়তে থাকা চিরতে থাকা
কিছু প্রস্থান আপন আড়ালে
ভাবতে পারে নাই


যোগীরা আজো মেলাতে  পারে নাই
কোন নিয়মের বালাই নাই
সীমানা নেই
কেবল আয়ত নয়নে নুইয়ে থাকা


আমি এখন একা হতে ভয় পাই
মানুষ গোত্রের কিছু আত্মা ডাক দিয়ে যায়
শুনিয়ে দিয়ে যায়
হেঁটে চলছে আজো কিছু কিছু মানুষ
০৯/০৯/১৮