শেষ পর্যন্ত যেতে হয় তাইলে!
হারাতে থাকা মনুষ্যত্বের অস্তিত্ব বিলীন করে
শেষ পথ সাম্প্রদায়িক দাঙ্গা বেয়েই
নেমে যেতে হয় পথে ।


বিকারগ্রস্তরা গোমূত্রে বিবেক ধুয়ে
স্বাধীনতার ইতিহাস মুছে ফেলে চলেছিল যে পথে
ফিরতে পারবেনা জেনে
নীরব দর্শকেরা চেয়েছিল যাক পতনের পথে
ক্রমাগত পিছলে যেতে যেতে
চলে যাক শেষ সীমানাতে ।


অতঃপর সাম্প্রদায়িক ভারত মাতা
এই তল্লাটের সব রাখঢাক ছিড়ে ফেলে
রক্তের হোলিখেলায়
একের পর এক বের করে দিল গোপনাংগ
পোশাকের আস্তর খুলে খুলে অবশেষে
চামড়া তুলে ফেলে লাশের
বুকের উপর লাফালাফি করে দেখাল
দিল্লির রাজপথে ।


আমরা কবিতা লেখার একটা উপলক্ষ্য পেয়ে গেলাম
বুঝতে পারলাম না-
রক্তক্ষরণের মাত্রা অতিক্রম হয়ে গেলে
তখন লাশেরাও ঘুরে দাঁড়ায়।
তোমাদের মুভির সেই পঙ্গপালের মত
তেড়ে আসা দেহগুলো
বীভৎস সেই চেহারাগুলো !


তোমরা জানতে পারো নাই
ঘুমাতে না পারা
আর ভয়ানক দৃশ্যের সামনে বেঁচে থাকা
কোনটা বেশি খতরনাক ?
তোমাদের নরকের ভয় আমি দেখাই না !