নাহ ! একটাও হয় নি,
নিজের কোপানলে পুড়ে ভস্ম হয়ে গেছি ।
কতিপয় সুহৃদ আর অগত্যা ভালোবাসা দিয়ে যদি
মুছে ফেলা যেত রূপ .......
প্রকাশ পায় নি যা এখনো
আরও দূরে আড়াল রয়ে গেছি ।


খুব সুখে আছি !
জীবনের এই আয়োজনে নিজেকে পুঁড়াই,
সন্ধ্যা দেখে ভেবে নেই গোধূলি পার হল কেবলি ।
শুনে শুনে মন কে রাঙাই-
কতিপয় সুহৃদ আর অগত্যা ভালোবাসা,
হয়তোবা যাবে না ভোলা।


নাহ ! হয়নি একটিও; তাই গুটিয়ে যাওয়া,
নিজের রোষে শিউলি তুমিও অচেনা পথে ঘাটে
আর সাহস পাওনা ডেকে!
কত কথা তোমার ছিল যে বলিতে,
একটি বারও থামালে না অন্ধ চোখ দেখে।