নিবৃত হয়েছি সেই হতে।


ভূগোল নিয়ে মাতামাতি আর অবগাহন সুখে
দেউলিয়া হতে না চাইলেও চেয়েছিলে অজান্তে।
কথার মারপ্যাচ খুলে দিয়েছিলে নেশার প্রতিশব্দ,
ভুলে পার হয়ে যাওয়া- যেতে পারো তুমিও!


সেই হতে বিকালের পথিকেরা ফিরে না আর
সন্ধ্যায় তোমার ডেরায়।
কি এক খেলা নিবৃত হয়ে যাওয়া!
না চাইলেও কেন যেন চেয়েছিলে বের হয়েই যাবে !


সেদিন হতেই চরমভাবাপন্ন তুমি
ক্রমাগত ভেদ করে যাও,
বিচ্ছিন্ন হতে থাকো বায়ুমন্ডলের একেকটা স্তরে,  
বিচ্ছিন্ন হতে থাকো নিবৃত মানুষের চোখে ।  


সেদিন  ভরপুর সন্ধ্যার আয়োজনে দেখেছি সুর লহরী
অতঃপর অবাক বিস্ময়ে তোমার পান!
অথচ আমজনতার আয়োজনে ছিল না বর্ণীল আলো
ছিলনা কোন আবেশ অথবা ধোঁয়া বিদেশী।


সেদিন হতে পথের মাঝে এক ছবি দেখি
নিবৃত দিশা, বিবৃত পথ তার চাহনি ভরা এলোকেশী ।