শিরোনাম দেখে চমকে গেছে কেউ,
কেউ আবার ভাবে না শিরোনাম আছে না-কি নাই ।
চারপাশে এসব ভালোবাসাখোর মৃত্তিকাপিন্ডগুলির
হামেশা গাঁয়ে মাখা আহ্লাদ দেখে বিভোর হই।
আমি যে শিল্পী- তুলির আঁচড়ে দেখিয়ে যাই
কল্পনার রঙ মেখে ছুঁয়ে যাই ।


অথচ কেউ কিনা আমাকে ভাবে অযাচিত
ভাবনার সাথে মিলে না বলে কেউ আবার
না দেখার অভিনয়ে যারযার যারপরনাই ।
অনেক হিসাব অনেকদিন পরেই দেখে নিতে হয়,
ফিরে দেখা বলে যা কিছু থাকে স্মৃতির তটরেখায়
বেঁচে থাকে ভালোবাসাখোর।


শীতল থেকে শীতলতর শব্দেরা ক্রমাগত শাব্দিক ব্যঞ্জনা ভুলায়
উত্তপ্ত হতে থাকা শূন্যতাগুলিও একসময় বিস্ফোরিত
অতীতের কাছে যায়, খুঁজে ফিরে
একদা সুখের কাছে ধরাশায়ী হয়েছিল।
একদা মায়াবী বিভ্রমে হারিয়েছিল কুল
কেউ কেউ প্রেমের গান গেয়েছিল সেদিন।


অনেক অনেক আনকোরা কথা একদিন ভেবেছিল
দিন যায় যাক
একদিন ফিরিয়ে দিবে মুকুর তার প্রতিবিম্বটাকেই ।