রোদের দিকে চাইতে পারি না বলে ফিরে আসি
সেখানেও কিছু হিসাবের কারুকাজ
উল্লসিত হতে পারি না ।

দশজনের চাইতে একটু আলাদা হতে গিয়ে দেখি
না চাইলে শূন্য হাতে শতাব্দীব্যাপী
চুপ থাকতে পারি না ।

জনতার ভিড়ে দাড়িয়ে দেখেছি চিনেনি কেউ
পৃথিবীর বিশ্বাসে আসে যায় না
সব কিছু থামে অন্য ষ্টেশনে ।

বরং একটি কথাই বলা শ্রেয়-
সব কিছু বিলীন হতে হতে সাক্ষী থাক
দেহের সর্বশেষ অক্ষরের ভালবাসা ।