শুদ্ধাচারের কথা শুনে নাগরিকেরা অভ্যস্ত হয়ে গেছে,
কেবল আপডেট হতে দেখিনা শুদ্ধাচারের।
সভ্যরীতির কাছে গেলেই এক অদ্ভুত বিকলাঙ্গতা !
ফরিয়া, বেনিয়া কিম্বা মধ্যস্বত্বঃভোগী যাই বলিনা কেন
কায়েমী স্বার্থ উদ্ধারে তৎপর কিছু ব্রিটিশের ছায়া।


এখন শুদ্ধাচার মানে- পাতাপাতা রেজুলেশনের কপি,
গালভরা বুলি, ডায়াস কাঁপানো কণ্ঠঃস্বর,
শুদ্ধাচার মানে স্যুটকোট পরা ভদ্রলোকের শীতাতাপ নিয়ন্ত্রিত
কক্ষের বাহারি আলোছায়া ;
দখল নিতে তৎপর পঙ্গপাল।


শুদ্ধাচার আজ বিদগ্ধ এক ওয়েবপোর্টাল,
পদোন্নতি, বিদেশসফর, নীলরক্তের সুন্দর কারুকাজ।
শুদ্ধাচার আজ সিটিজেন চার্টারের বুকের ক্ষত বেয়ে নামা রক্ত,
শব্দ উচ্চারণ সহজ হলেও
যার প্রতিটি অক্ষর প্রমাণ করা ভারী শক্ত।