বলতে পারো- কেন ফুল ফুটে না বাগানে,
শুকিয়ে থাকি বিষণ্ণতায়,  
সুখ খুঁজে নেই তোমার দেওয়া আঘাতে?
চিহ্ন স্পষ্ট! ক্ষত দাগ মুছেনি প্রিয়,
যে অধ্যায় পঠিত না বুঝেই, তার  
ফলাফল ধ্রুবতারার মত জ্বলে মনের আকাশে।


তোমাকে দেখে বুঝতে পাই না- আছো
চাওয়া পাওয়ার ধারে কাছে।  
ভালবেসেছ কোনদিন- মনে পড়ে কি?
তবুও এতো কথা, এতো গান,
কত বেশি মিল ভাবনায় আসা মানবীতে ।  


তুমি সবিস্ময়ে দেখ- হারিয়ে যাই কল্পনায়,
বাস্তবে তোমাতে হারিয়ে দুঃখ পাই !
ভালোবাসি কারে? তোমাকে নয়তো
তোমার ছায়া হয়ে থাকা কল্পিত মানবীরে ।
১৯৯৭.