ফতুর হয়ে গেছি
**************


ফতুর হয়ে গেছি হয়তোবা
তোমার পেয়ালা উন্মুখ চুম্বনের
বিপরীতে ছাই ছাড়া উঠেনা খুদকুঁড়ো
ভিক্ষা নয় লেলিয়ে দাও ধূলা
হারিয়ে খুঁজি শব্দ বিশ্বাসের গলা।


ফতুর হয়ে গেছি হেরে গিয়ে
নির্ঘাত তাড়িয়ে দিতে পারতে
কেন দিলে না দয়া করে
খুদকুঁড়ো আর  না চাইতাম সকরুণ
দৌড় দিতাম উল্টা পথে বিকাল সন্ধ্যাতে।


ফতুর হয়ে গেছি বিভ্রাটে
দুঃখের নামে যে নিয়তি হাঁসে স্থির চিত্র
বারেবারে মেলায়  অবিভক্ত প্রান
তুমি  সুখপাখি ধরে হেঁয়ালি সুরে
করুণ মিনতি থাকে পিছে পড়ে।


ফতুর হয়ে গেছি বিপ্লবে
পড়ন্ত বেলায় এই আয়োজনে
তোমার দুয়ারে রাখা ধাপের বেদন
পা ফেলে যাই পিছলে
খসে চামড়া  হৃদ্যতা যায় ফুলে।


ফতুর হয়ে গেছি বিশ্বাসে
তোমার উঠানে সকালে বিকালে হাজিরা
কত ভিড়ে ফতুর ফতুরেরা
পেয়ালা ঝলমলে নিঃস্ব করে বুক
ছাই মেখে দেয় কপালে।