ফসকে পড়েনি, ঠিকমতোই ভেঙেছে ফুলদানি,
নজর ছিল চিলের এখন হয়েছে কবুতর জানি !
বাকবাকুম নিছক অভিনয় আরও আছে হিসাব বাকি,
আরও ফেলবে নতুন করে যতবার দাঁড়াতে থাকি ।


ইচ্ছা করেই গুড়িয়ে দেবে -- বলবে এদিক থেকেও দেখো,
এই দেখো ক্লীবের বেশ আর দেখে নাও আপাততঃ
তুমি যেমন করেই বলো সেটা হবার নাকো,
এসেছে যে মিশন নিয়ে সেটা ঘটবে অবিরত।


মুখ ফসকে বলেনি সে --এটাই আসল কথা,
হিজড়ার বেশ নিলেও আছে তার অনেক লিঙ্গ ব্যথা ।
হেঁয়ালিরে বলি -শোন দিয়ে মন, দাঁড়িয়ে যেও না পাশে,
যদি তুমি নারী হও, তার পুরুষ রূপ দেখবে অবশেষে ।


যদি তুমি পুরুষ হও, শুনবে ডাকিছে ঘোটকী;
তোমারে শেখাবে যা কখনো দেখোনি ভাবি ।
তোমার চেয়ে আরও বড় পুরুষ আছে তার ডেরায়,
গাইবে তুমি ছাগলের ডাক, পরিণত হবে ভেড়ায় ।


অগত্যা হিসাব মিলিয়ে চলিও প্রেমের ভক্ত প্রাণী,
তোমার জন্য কোন পথে নিরাপত্তা চলেছে হাঁটি ।
কোন পথে সাথী হবে তোমার ভালোবাসা কাণ্ডারি,
ছায়া দেবে তোমায় বিশাল আকাশ, ভেদ নাই নর-নারী ।