মানুষ আমি হাজিরা দেই অস্তিত্বের গহীনে।
নিজেকে ফেলে চলে গেলে ভুলে
আবার ফিরে আসি সুতার টানে।


তেমন করে হারিয়ে যেতে কিম্বা নিমগ্ন হতে
যদি তোমাকে ভাবায় ভয়-
আমিতো প্রকৃতিবিলাসী না হয়ে বেশ জীবনবিলাসী
এই সব বোধের হিস্যা নিয়ে।


আমি তেমন নই __ কেউ আমাকে ফতুর করে দেবে।
আর টানাপোড়েনে প্রাপ্ত সুধা দিয়েও
ভিজিয়ে দিতে পারি তোমায় নিমিষে।


আর আমি যা জানি__ এই প্রকৃতি স্রস্টার সৃষ্টি,
তাঁর অংশ নয় কিছুতেই ।