অগ্রজদের পথ বিষয়ক ভাবনা
আহম্মেদ রফিক


সবার কর্ম এক, ভাবতে পারবে একই চোখে দেখে
ভাবনাটাকে এবার আবার দিয়েছি উল্টিয়ে।
নিজের কোন ভাব নেই, অভাব থাক সেই সুরে
কারো ডাকে সাড়া না দিয়ে তবু যেতে চাই বহুদূরে ।


যেতে চাই না সমাবেশে কোন, চিনতে চাইনা আসাদ
সালাম দেওয়া আমার কাছে কখন যে এক ফ্যাসাদ।
মাথা নোয়ানোর ছন্দ দেখে বন্ধ করি চোখ
পান খাওয়া গালের রস দেখে লাগে বেজায় শোক।
কেমন করিয়া রক্ত লাল জিহ্বা প্রেমের প্রলাপ বকে
কাঁধের ব্যাগ চেনায় তারে বোহেমিয়ান বেঁচে থাকে ।


লম্বা চুলের ঝুঁটি বাঁধা দেখে ভ্রমে পড়ি অবশেষে
সরসিজ নাকি আর কেউ জায়েদ কে বলি ডেকে।
আরও আছে অচেনা অনেক দেখি নাই কোনদিন
ফেবুর পাতায় দেখেছি যাদের গাঁট বেঁধেছি সেদিন।


দুই দশকের আগে যারা ছিল প্রেমের কবি
এখন তাদের পাই না খুঁজি বটতলাতে বসি ।
কেউবা আছে বানিজ্য লয়ে, কেউবা ঘরের কর্তা
কেউবা আবার মাঝে মাঝে এসে শেখায় আলু ভর্তা ।
কেউবা বানায় আলুপুরি মোদের কেউবা দেয় টক
কেউবা আবার হিসাব করে মেলায় তাদের শখ ।


সবার কর্ম হয় না তো এক, দেয়া যায় না সাড়া
সবার ভাবে হয় না জমা, হয় না নজর কাড়া ।
একলা চলা ভালো অনেক, একলা এড়াই দুখ
সবার প্রাণে দোলা দিয়ে পাই না তো সে সুখ।
তবু আমি চলতে থাকি অচেনা পথ বেয়ে
দিন দুপুরে হটাত কখন কে যেন ছোঁ মারে।