একটু করে পিছিয়ে যেতে পারি,
সেটা এ কারণে -তুমি কোথাও দাঁড়িয়েছিলে ।
পিছনের দিকে ফেরা হয়তো মানতে চাইবে’না কেউই,
তবু জীবনে ভালোবাসার দু-চারটে উদ্ভট ঘটনা থাকবেই !


বলতে বলতে পৌঁছে গেছি তোমার ব্যালকনির সামনে,
বৃষ্টিতে নাগরিকেরা দাঁড়িয়েছিল এই প্রান্তে ।
হয়তোবা রূপের এমনি তৃষা -ভবঘুরে করে,
ভাবের রাজ্যে সঙ্গী আবেশ,
জীবনের মোড়টাতে হালের ঝাঁকুনি।  
ছিল চোখে চোখ রাখা আর
পিছে ফেরার অপার সম্ভাবনা ।


বিশ্বাস করো তোমার হৃদয়ে যে ঝড় পরিধি ত্রিভুজাকার,
সামনে রেখেছিলে সাগরসম অনাস্থা-অবিশ্বাস!
তবুও ভালোবাসা ছাড়া আর কিছু বুঝিনি সেদিন,
সবটুকু উজাড় করে নিঃস্ব হয়েছি দিন দিন  ।


তুমি আমার ভালোলাগা ছিলে
তুমি আমার কবিতা হয়েছিলে।